Thursday, April 11, 2013



মাহমুদুর রহমানকে গ্রেফতারে সরকারের বাকশালী চরিত্র উন্মোচিত
জাস্ট নিউজ -
ঢাকা, ১১ এপ্রিল (জাস্ট নিউজ) : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। এর আগেও সরকার মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন চালিয়ে দীর্ঘদিন বন্দি করে রেখেছিল।

গণমাধ্যমের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার মূল চেতনা এবং স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা মাহমুদুর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফের সই করা -মেইল বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, সরকারের গণবিরোধী নীতি অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক মুক্তবুদ্ধির বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ হুমকি আওয়ামী সরকারের গত সাড়ে চার বছরে বিপজ্জনক রূপ ধারণ করেছে।  স্বৈরতন্ত্রের এই চরম নগ্নরূপের ফলে দেশে অশান্তি হানাহানির পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, বিরোধী দলের সংবিধান বর্ণিত অধিকারগুলো দুঃশাসনের নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মিথ্যা, হাস্যকর বানোয়াট মামলা দায়ের করে বিরোধী দলের শীর্ষ নেতাদের জেলে আটক রাখা হচ্ছে। সাড়ে চার বছরে এই সরকারের অপকর্মের তীব্রতা এতোই বেশি যে, এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছাইচাপা আগুনের মতো আর লুকানো থাকছে না, আগ্নেয়গিরির অগু্ন্যৎপাতের মতো তা উদ্গীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না



m

 
মাহমুদুর রহমানের গ্রেফতারে জামায়াতের নিন্দা
জাস্ট নিউজ -
১১ এপ্রিল (জাস্ট নিউজ) : দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, “আজ (বৃহস্পতিবার) সকালে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রকে পদদলিত করেছে।
বিবৃতিতে তিনি বলেছেন, মাহমুদুর রহমান সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আপোষহীন কলম সৈনিক হিসেবে ভূমিকা রেখে জাতিকে জাগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তিনি প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন।
সরকারের বিরুদ্ধে চলমান গণজাগরণে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান আপোষহীনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে গণতান্ত্রিক, সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। সরকার সংবাদ পত্রের কণ্ঠ রোধ করে বা স্বাধীনভাবে মত প্রকাশের পথ স্তব্ধ করে ক্ষমতায় টিকে থাকার যে অন্যায় পরিকল্পনা গ্রহণ করেছে দেশের গণতন্ত্রকামী মানুষ সরকারের সেই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হতে দেবে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে জনাব মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

Translate