Thursday, April 11, 2013



মাহমুদুর রহমানকে গ্রেফতারে সরকারের বাকশালী চরিত্র উন্মোচিত
জাস্ট নিউজ -
ঢাকা, ১১ এপ্রিল (জাস্ট নিউজ) : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। এর আগেও সরকার মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন চালিয়ে দীর্ঘদিন বন্দি করে রেখেছিল।

গণমাধ্যমের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার মূল চেতনা এবং স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা মাহমুদুর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফের সই করা -মেইল বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, সরকারের গণবিরোধী নীতি অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক মুক্তবুদ্ধির বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ হুমকি আওয়ামী সরকারের গত সাড়ে চার বছরে বিপজ্জনক রূপ ধারণ করেছে।  স্বৈরতন্ত্রের এই চরম নগ্নরূপের ফলে দেশে অশান্তি হানাহানির পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, বিরোধী দলের সংবিধান বর্ণিত অধিকারগুলো দুঃশাসনের নিষ্ঠুর যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মিথ্যা, হাস্যকর বানোয়াট মামলা দায়ের করে বিরোধী দলের শীর্ষ নেতাদের জেলে আটক রাখা হচ্ছে। সাড়ে চার বছরে এই সরকারের অপকর্মের তীব্রতা এতোই বেশি যে, এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছাইচাপা আগুনের মতো আর লুকানো থাকছে না, আগ্নেয়গিরির অগু্ন্যৎপাতের মতো তা উদ্গীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না



No comments:

Post a Comment

Translate