Sunday, April 7, 2013

Dabi na manle shorkar potoner dak diben Hefajote Islame





চট্টগ্রামে ফিরে আল্লামা শফী : দাবি আদায় না হলে প্রয়োজনে সরকার পতনের ডাক

লংমার্চ মহাসমাবেশ শেষে ঢাকা থেকে বিজয়ীর বেশে চট্টগ্রাম ফিরেছেন দেশের শীর্ষ আলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী (দা. বা.) গতকাল সকালের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন দেশজুড়ে আলোচিত এই আলেমকে বরণ করে নিতে এখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন কয়েকশমানুষ বিমানবন্দর থেকে ১৫টি মাইক্রোবাস অর্ধশত মোটরসাইকেলের একটি শোভাযাত্রা সহকারে তিনি বড় মাদরাসা হিসেবে পরিচিত হাটহাজারী মঈনুল ইসলাম দারুল উলুম মাদরাসায় পৌঁছেন এই মাদরাসার তিনি মহাপরিচালক তবে ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা তেমন পছন্দ করেন না বিধায় তার চট্টগ্রাম ফিরে আসা উপলক্ষে ছিল না কোনো অনুষ্ঠানের আয়োজন
হাটহাজারী মাদরাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার সম্পাদক মুনীর আহমদ আমার দেশকে জানান, ইউনাইটেড এয়ারের সকাল ৮টার ফ্লাইটে হুজুর ঢাকা থেকে রওনা দেন পৌনে ৯টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তার সঙ্গে ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা আবদুল মালেক হালিম যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহী সকাল ১০টার দিকে তারা মোটর শোভাযাত্রা সহকারে হাটহাজারী মাদরাসায় পৌঁছেন দুপুরে আল্লামা শাহ আহমদ শফী এখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা এবং মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানান মুনীর আহমদ
এদিকে স্থানীয় হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে আলাপকালে আল্লামা শাহ আহমদ শফী মহাসমাবেশের পর দেশের বিভিন্ন স্থানে মাদরাসায় পুলিশ হয়রানি চালাচ্ছে বলে অভিযোগ এনে বলেছেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানা না হলে এবং মাদরসার শিক্ষক-শিক্ষার্থী আলেম-ওলামাদের হয়রানি বন্ধ না করলে প্রয়োজনে সরকার পতনের ডাক দেয়া হবে তিনি বলেন, আল্লাহ মহানবীর (সা.) সম্মান রক্ষা এবং দ্বীনের জন্য মাঠে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব
হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা মাঈনুদ্দিন রুহী বলেন, হুজুর (আল্লামা শফী) আমাদের বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ, মহানবী (সা.) এবং ইসলামের অবমাননাকারী নাস্তিক ব্লগারদের আইন করে ফাঁসিতে ঝুলানো হবে না, ততক্ষণ পর্যন্ত হেফাজতে ইসলামের আন্দোলন চলবে হুজুর আরও বলেছেন, বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়ে দেশের মুসলমানদের আস্থা হারিয়েছে তাই তাদের মুসলমানের সরকার বলা যাবে না সরকার যদি নিজেদের মুসলমানদের সরকার হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে অবশ্যই সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনঃস্থাপনসহ হেফাজতে ইসলামের দাবিগুলো মেনে নিতে হবে
মাওলানা মাঈনুদ্দিন রুহী আরও বলেন, হুজুর আমাদের বলেছেন লংমার্চ মহাসমাবেশের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় মাদরাসায় হানা দিয়ে পুলিশ বাহিনী শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেফতার এবং হয়রানি করছে হুজুর সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি এই হয়রানি বন্ধ না হয়, তাহলে প্রয়োজনে তিনি সরকার পতনের ডাক দিতেও কুণ্ঠাবোধ করবেন না আজকের হরতালসহ আগামী দিনের সব কর্মসূচিতে মাঠে থাকতে নবী প্রেমিক মুসলমানদের প্রতি আল্লামা শফী আহ্বান জানিয়েছেন বলে জানান মাওলানা মাঈনুদ্দিন রুহী
এদিকে সরকারের শত বাধার পরও সফল লংমার্চ মহাসমাবেশের আয়োজন করতে পারায় দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হেফাজতে ইসলাম এর আমির আল্লামা শাহ আহমদ শফী ইসলাম রক্ষায় এরই মধ্যে আপসহীন আলেম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি তার নেতৃত্বে দেশের ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা শামিল হয়েছেন এক কাতারে দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসলাম রক্ষার প্রত্যয় নিয়ে ২০০৯ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম এরপর বিভিন্ন সময় পর্দা প্রথা নবী (সা.)-এর অবমাননা ইস্যুতে সংগঠনটি রাস্তায় নেমে আসে বর্তমান সরকারের ইসলামবিরোধী ভূমিকা, ধর্মনিরপেক্ষতার নামে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেয়া, ধর্মহীন শিক্ষানীতি প্রণয়ন কওমি মাদরাসার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি হেফাজতে ইসলাম সমাবেশ ডেকেছিল চট্টগ্রামের লালদীঘি মাঠে ওই সমাবেশে আসার পথে বালুচরা এলাকায় পুলিশ আল্লামা শাহ আহমদ শফীসহ হেফাজত নেতাকর্মীদের বাধা দেয় সময় সংঘর্ষে হেফাজতের অর্ধশত নেতাকর্মী আহত হন এরপরও বিভিন্ন সময় হেফাজতে ইসলাম এসব দাবিতে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তবে শাহবাগি ব্লগারদের ইসলামবিদ্বেষী নাস্তিক আখ্যা দিয়ে গত মাসে তাদের চট্টগ্রাম প্রবেশ প্রতিহত করে তারা ওঠে আসে আলোচনায় হেফাজতে ইসলাম গত মার্চ হাটহাজারী মাদরাসায় দেশের শীর্ষ ওলামা-মাশায়েখের সম্মেলন আহ্বান করে এতে উপস্থিত প্রায় হাজার আলেমের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয় ১৩ দফা দাবি পরদিন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এক মহাসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সেই ১৩ দফা এসব দাবি বাস্তবায়ন না হওয়ায় গত শনিবার ঢাকায় লংমার্চ মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম সেই মহাসমাবেশে তৌহিদি জনতার স্মরণকালের সর্ববৃহত্ উপস্থিতি ঘটিয়ে হেফাজতে ইসলাম নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে সক্ষম হয়েছে

No comments:

Post a Comment

Translate