Monday, April 8, 2013

বিডি ২৪ ডট কম



চট্টগ্রামে হেফাজতের উপর দফায় দফায় ছাত্রলীগের গুলি: গুলিবিদ্ধ ৩০

 ব্রেকিং২৪ডটকম
চট্টগ্রাম: হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামের সব ধরণের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। কঠোরভাবে পালিত হচ্ছে হরতাল। ঠিকমতো চলছে না রিকশাও। তবে সকাল দশটা থেকে দফায় দফায় ইসলামী চত্ত্বরে(ওয়াসা মোড়ে) অবস্থানরত হেফাজত কর্মীদের উপর গুলি চালিয়েছে ছাত্রলীগ। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে একজন শিশুও
সকাল পৌনে এগারটায় নগরীর ইসলামী চত্ত্বরে(ওয়াসা মোড়ে) হেফাজতে ইসলাম রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করে। এসময় লালখান মোড় থেকে আসা ছাত্রলীগ কর্মীরা হেফাজত কর্মীদের উপর উপর্যুপরী গুলি বর্ষণ করে। ব্যাপক সংঘর্ষ বেধে গেলে পুলিশ টিয়ারশেল রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে। এসময় ছাত্রলীগের গুলিতে পুলিশ ১০ হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়
এরপর হেফাজত কর্মীরা যোহরের নামাজ পড়ে আবারো ইসলামী চত্ত্বরে সমবেত হতে থাকে। এক পর্যায়ে লোকসমাগম বাড়তে থাকলে আবারো ছাত্রলীগ হামলা করে। এবার হেফাজতও প্রতিরোধ শুরু করে। এসময় ছাত্রলীগের চিহ্নিত কিছু ক্যাডার গুলি চালায়। এসময় ১৮ হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়
গুলিবিদ্ধদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে
চট্টগ্রামের এক হেফাজত নেতা বলেন- 'চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগের দিদারুল মাসুম মুসল্লিদের উপর নৃশংসভাবে গুলি চালিয়েছে।'
এখন পর্যন্ত উভয় পক্ষ পাল্টাপাল্টি অবস্থান করছে। পরিস্থিতি থমথমে
এপ্রিল,০৮,২০১৩

 

No comments:

Post a Comment

Translate