Monday, April 1, 2013

6 APRIL LONGMARCH

৬ এপ্রিলই প্রমাণ হবে এ সরকার মুসলমান না অমুসলমান’
জাস্ট নিউজ -
চট্টগ্রাম, ১ এপ্রিল (জাস্ট নিউজ) : ৬ এপ্রিল প্রমাণিত হবে এ সরকার মুসলমান না অমুসলমান। যদি ৬ এপ্রিলের লংমার্চে বাধা না দেয়- তাহলে আমরা ধরে নেব সরকার মুসলমান। আর যদি বাধা দেয়া হয়- তাহলে আমরা ধরে নেব সরকার অমুসলমান।

সোমবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ‘শানে রেসালত সম্মেলনে’ সভাপতির বক্তব্যে আল্লামা আহমদ শফী একথা বলেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একাধিকবার আমাদেরকে লংমার্চ স্থগিত করতে বলা হয়। কিন্তু আমাদের ১৩ দফা দাবি মেনে না নেয়ায় আমরা লংমার্চ প্রত্যাহার করিনি। আমাদের দাবি মেনে নিলে লংমার্চের করতে হতো না।

মাগরিবের নামাজের পর হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী বক্তব্যের শুরুতে বলেন, আজকের শানে রেসালত সম্মেলন লংমার্চ  কর্মসূচির সূচনা পর্ব। আজ থেকে আমরা লংমার্চ সফলের কার্যক্রম শুরু করছি।

তিনি বলেন, আমরা দল বুঝি না। আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্কও নেই। আমাদের এ লংমার্চ আল্লাহ ও রাসুলের দুশমনদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে।

তিনি আরো বলেন, আমরা সরকারের গদী দখল করার জন্য লংমাচ করছি না। রাসুল (সা.) ও ইসলামের অবমাননার প্রতিবাদে আমরা লংমার্চ করছি।

এ কর্মসূচি সফল করতে আলেম-ওলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান আল্লামা আহমদ শফী।

এ সময় প্রায় পঞ্চাশ হাজার হেফাজতের নেতাকর্মী এ জেহাদে শরিক হওয়ার শপথগ্রহণ করেন।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/এলএ/২১১২ঘ.)

No comments:

Post a Comment

Translate